আশুলিয়া থানার শ্রেষ্ঠ ইউপি সদস্য হওয়ায় পুরুস্কারে ভুষিত হলেন মোঃ রুহুল আমীন মন্ডল
আশুলিয়া ইউনিয়নে সমাজ সেবায় চমৎকার ভুমিকা পালন করার জন্য পুরুস্কারে ভুষিত হলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্ম্পাদক আশুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য মোঃ রুহুল আমীন মন্ডল।বিগত দিনে করোনার প্রাদুর্ভাবে কর্মহীনদের ও নীপিড়ীত অসহায়,হতদরিদ্র মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন মানুষ মানুষের জন্য।তিনি সরকার ঘোষিত সকল কর্মকাণ্ড অক্ষরে অক্ষরে পালন করেছেন।তিনি অসুস্থ রুগি কন্যাদায়গ্রস্তদের ও দুস্ত মেধাবী ছাত্র ছাত্রী প্রতিবন্ধী বাস্তহারা সকল শ্রেনী পেশার মানুষের পাশে অবাধে দাঁড়িয়েছেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে তাকেই নিযুক্ত করার জন্য সাভার উপজেলা আওয়ামীলীগের উদ্ধতন কর্মকর্তাদের বিবেচনায় শতভাগ এগিয়ে তিনি।ইউপি সদস্য হিসাবে আশুলিয়া থানার শ্রেষ্ঠতম অর্জনসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠ নইপুন্যতা রাখার জন্য ১৮/০৯/২০২০ রোজ শুক্রবার আশুলিয়া রিপোর্টার্স ক্লাব থেকে সেরা পুরুস্কারে ভুষিত হন এবং সম্মাননা ক্রেষ্ট উপাধি পান।
ক্রেষ্ট পুরুস্কার হাতে নেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য ইউপি সদস্য মোঃ রুহুল আমীন মন্ডল বলেন।সমাজে উন্নয়ন করতে হলে আগে বন্ধ করতে হবে মাদক।আর মাদক বন্ধ করতে লাগবে আপনার আমার সহযোগীতা।প্রত্যেক অভিভাবক যদি সচেতনতা অবলম্বন না করে তাহলে মাদক বন্ধ করা খুবই কঠিন হবে।আপনার সন্তানকে আপনাকে খেয়াল করতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব।আসুন আমরা মাদককে না বলি।মাদকের বিরুদ্ধে সোচ্ছার হই সচেতনতা অবলম্বন করি। শিক্ষা অঙ্গনের প্রতি খেয়াল করি।খেলার সামগ্রী কিনে দিই খেলার মাঠের গুরুত্ব দিয়ে ভেঙে গুড়িয়ে দিই মাদকের আড্ডা।সর্বশেসে বলতে চাই আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখুন। সরকারের নির্দেশনা মেনে চলুন।সামাজিক দুরুত্ব বজায় রাখুন সচেতনতা অবলম্বন করুন।নিজে ভালো থাকি অপরকে ভালো রাখি।আসুন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের সহযোগীতা করি সুখি সুন্দর জীবন গড়ি।