আশুলিয়ায় পাওনা টাকা অনাদায়ে উকিল নোটিশ প্রেরন ও সাধারন ডায়েরি (জিডি)
আশুলিয়ায় পাওনা টাকা অনাদায়ে সাধারন ডায়েরি (জিডি)ও উকিল নোটিশ প্রেরন।আশুলিয়া থানার সাথে টি স্টোর মোজাম্মেল হক মোঃ লিটন আহম্মদ নামের এক ব্যাক্তির নিকট থেকে।নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর করে এবং ব্যাংকের চেক দিয়ে নগদ ১৫০০০০ এক লক্ষ পন্চাশ হাজার টাকা গ্রহন করেন। উক্ত টাকা না দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন মোজাম্মেল হক। এব্যাপারে থানায় জিডি করেন মোঃ লিটন আহম্মদ অবশেষে পাওনা টাকা উদ্ধারের জন্য আদালতের দ্বার প্রান্তে পৌছেছেন তিনি। গত ২৩/০৮/২০২০ জজ কোর্ট থেকে উকিলি নোটিশ প্রেরন করেন মোজাম্মেল হক কে।
টাকা না দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন মোজাম্মেল হক। মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাহিনীর অবতরন ঘটাইয়া পাওনাদার লিটন আহম্মেদের নামে থানায় জিডি করেন। পাওনার দার লিটনকে হেয় প্রতিপন্ন করার জন্য মাষ্টার প্লান তৈরি করছেন মোজাম্মেল হক।
গণমাধ্যমকর্মীদের কে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার পায়তারা করিতেছেন। নিজের নামিও স্টাম্পে স্বাক্ষর করে নিজের নামিও ব্যাংক একাউন্টের চেকের পাতায় স্বাক্ষর করেছেন স্বীকার করলেও টাকা দিতে তালবাহানা করছেন।
মোঃ লিটন আহম্মদ গণমাধ্যমকর্মীদের কে সুষ্ঠু তদন্ত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করেন। মোজাম্মেলের নিকট থেকে পাওনা টাকা উদ্ধার করতে।এবং মোজাম্মেলের চক্রান্তের হাত থেকে বাঁচতে আইনপ্রয়োগ কারী প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন।