আশুলিয়ায় স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তির মধ্যে একজন আতিকুজ্জামান পাটোয়ারী
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলকে সুসংগঠিত করার জন্য।জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানার আহবায়ক আতিকুজ্জামান পাটোয়ারীও যুগ্ন আহবায়ক সানাউল্লাহ (সানি) করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের কে সতস্ফুর্ত ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটির সকল সদস্য একত্রিত হয়ে জাতীয় প্রোগ্রামগুলো পালন করে যাচ্ছেন।কিছু নামধারী কুচক্রী মহল ও বিরোধীদলের ইন্ধন দঁতারা।পয়সার বিনিময়ে শ্রমিক লীগের কমিটি কেনার জন্য পাঁয়তারা করছেন। সাভার উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মী ও উদ্বোতন কর্মকর্তারা।এবং জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটিটা সদা স্বচ্ছ ব্যাক্তিত্বের হাতে অর্পণ করবেন বলে জানা যায়। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমির খসরু বলেন।শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটি আতিকুজ্জামান পাটোয়ারী ও সানাউল্লাহ সানিকে দেয়া হবে।তারা স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করবেন। আতিকুজ্জামান পাটোয়ারী বলেন।জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটি শ্রমিকদের সাথে সম্পৃক্ততা ব্যক্তিদের নিয়ে শ্রমিক লীগ গঠন করা হবে।শ্রমিকদের অধিকার আদায়ে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে শ্রমিক লীগ।আশুলিয়া থানা কমিটি পয়সার বিনিময়ে কেনা বেচা হবে না ইনশাআল্লাহ।শ্রমিক লীগের হাত খুবই শক্ত।শ্রমের হাত দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠে হাইব্রিড নেতা ও পকেট কমিটিগুলো ধ্বংস করে দেবে।বিরোধী দলের সকল অপকর্মের বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগ আন্দোলন সংগ্রামে সদা প্রস্তুত আছেন।কথা মোদের একটাই দুর্নীতিমুক্ত কমিটি চাই।সংঘাত নয় সমাধান চাই আপনি আমি ভাই ভাই।