আশুলিয়ায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগের মাধ্যমে কোটি কোটি টাকার মাছ বিনষ্ট

আশুলিয়া জিরাবো বেপারীপাড়ায় মৎস্য  প্রজেক্টে সন্ত্রাসীরা ষড়যন্ত্র করে বিষ প্রয়োগের মাধ্যমে কোটি কোটি টাকার মাছ বিনষ্ট করেছেন। দীর্ঘ ২২ বছর যাবৎ মৎস্য ব্যবসা করে আসছেন পাঁচভাই মিলিতভাবে। ৪২ বিঘার মৎস্য প্রজেক্টে ছিল নানান জাতের মাছ। ১৩/৮/২০২০ বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা শত্রুতামূলক ভাবে কীটনাশক দ্রব্য মৎস্য প্রজেক্টে ফালাইয়া পলায়ন করে।মুহূর্তের ভিতরে মাছ এর বিভত্স আওয়াজে আলোড়ন সৃষ্টি করে গ্রামে।ভোর হতে না হতেই কোটি কোটি টাকার মাছ বিনষ্ট হয়ে ভেসে ওঠে পানির উপরে। অগণিত জনতা আসছে এমন দৃশ্য দেখার জন্য এলাকাও দূর-দূরান্ত থেকে।দুর্বৃত্তদের নৃশংস  কর্মকাণ্ডের কথা শুনে।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে।

মৎস্য অধিদপ্তর সহ প্রশাসনিক কর্মকর্তার একাধিক টিম গোপনে ও প্রকাশ্যে তদন্ত পর্যবেক্ষণ করছেন বলে জানা যায়। প্রজেক্ট এর মালিকদের সাথে কথা বললে তারা বলেন আমাদের পথে বসার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।কান্নাভেজা কণ্ঠে কথা বলার শক্তি তাদের ছিল না।    এমন ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও খোভ প্রকাশ করেছেন শিশু থেকে বৃদ্ধারাও।অনতিবিলম্বে তদন্ত পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী সহ সাধারন জনতা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *