আশুলিয়ায় ইউপি সদস্য পদপ্রার্থী সকলের ভালোবাসার পাত্র ওমর আলী সজীব

স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের জয় আসবে বললেন এলাকাবাসী।তরুণ উদীয়মান নেতা যুবলীগের অন্যতম সদস্য ওমর আলী সজীব।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পদে নির্বাচন করবেন বলে জানা যায়।সাদা সচ্ছ ব্যক্তিত্ব নির্বাচনে অংশগ্রহণ করার কথা শুনে।আনন্দে মেতেছেন শিশু থেকে বৃদ্ধরাও। বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনসহ সকল শ্রেণী পেশার মানুষ বলেন।তরুণ ছেলে ওমর আলী সজীব।তার মত ব্যক্তি জনগণের সেবক হিসেবে আসা খুবই দরকার।সাদা মনের ছেলে।গরিবের বন্ধু।পরোপকারী।

বিপদে ঝাপিয়ে পড়েন।তার ভিতরে নেই কোন ধনী গরিবের বৈষম্য।ওমর আলী সজীব ইউপি সদস্য হলে।দেশের উন্নয়নের সাথে সাথে।স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড।উন্নয়নের রোল মডেলে পরিণত হবে।আমরা নিঃসন্দেহে বলতে পারি ওমর আলী সজীব নিজেই একটা ব্রান্ড। ওমর আলী সজীব বলেনঃ আমি ইউপি সদস্য হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক।তবেএটা আমার ইচ্ছা নয়।জনগণের ইচ্ছাই আমার ইচ্ছা।জনগণ যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করে।তাদের পবিত্র আমানত ভোট আমাকেই দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।আমি চাই দেশের উন্নয়ন সাভার উপজেলার উন্নয়ন।আশুলিয়া থানার উন্নয়ন।

আমি চাই স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের উন্নয়ন।গরীব দুখী মেহনতী মানুষের মুখে হাসি দেখতে চাই।স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সার্বিক বিষয়ে উন্নতি চাই। নির্যাতিত-নিপীড়িত ও সকল শ্রেণী পেশার মানুষের জন্য খোলা রেখেছে মনের দরজা। ২৪ ঘন্টা খোলা রেখেছি আমার মোবাইল ফোন।আমার নির্বাচনীয় বিষয়।ও সার্বিক বিষয়ে।যদি কারো কোন অভিযোগ। অনুযোগ বা পরামর্শ থাকে।তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে।আমাকে বলতে পারেন।আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *