আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ জন

পূর্ব সংঘর্ষকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছে।আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।রবিবার সকালে আশুগঞ্জ সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের হাসিম বেপারি বাড়ি ও বড় বাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।এতে প্রায় অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এই ঘটনায় হাশিম বেপারী বাড়ির ১৭ টি ঘরে ভাঙচুর নগদ টাকা, স্বর্ণ ও গবাদিপশু লুটপাট হয়।গবাদি পশুর মধ্যে ছিল দুটি গরু যার একটি দাম তিন লক্ষ টাকা এবং অপরটির দাম ৫০ হাজার টাকার মতো। তারা ঘরগুলি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।এই ঘটনায় বড় বাড়ি থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায় গত শনিবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে বড় বাড়ির মজনু মিয়ার ছেলে সজীব এবং ওয়ারেছ মিয়ার ছেলে করিমের নেতৃত্বে ব্যাপারে বাড়ির আবু বকরকে মারধুর করে।এই ঘটনা রাতে থানায় অভিযোগ করলে বড় বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে হাসেম বেপারী বাড়িতে আক্রমণ করেন।তখন দুই বাড়ির লোকজনের সংঘর্ষে জড়িয়ে পড়ে।পুলিস তৎক্ষণাৎ এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।ঘটনায় ৬ জন দাঙ্গাবাজকে আটক করেন পুলিশ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *