আলোচিত হেলাল হত্যার আসামিদের ফাঁসি ও ধরাছোঁয়ার বাইরের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আলোচিত হেলাল হত্যার আসামিদের ফাঁসি ও ধরাছোঁয়ার বাইরের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচিতো শরিফুল ইসলাম হেলাল হত্যার বিচারের জন্য আসামীদের ফাঁসির দাবিতে রোববার সকাল ১০টায় (২৩ মে) কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন এতে মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ কয়েক শ’ নারী-পুরুষ ও নিহতের স্বজনেরা অংশ নেন। এ সময় নিহত হেলালের মা শাহিনা বেগম কান্নারত অবস্থায় পাগল প্রায় তিনি শুধু একটি কথাই বলেন আমার ছেলে হত্যার বিচার চাই। স্ত্রী মুক্তা বেগম এর কান্নায় আকাশ বাসার স্তব্ধ আমার ছেলেকে যারা এতিম করেছে তাদের বিচার চাই।

নিহত হেলালের চাচাতো বোন সাথী একটি কথাই বলতে ছিল রমিজের ফাশি চাই,অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী রমিজ এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে তাকে আটক করে ফাঁসি দেওয়ার জন্য জোর দাবি জানান। এ সময় নিহত হেলালের বোন লাকি বেগম, আখি বেগম, ভাই শামীম শেখ, জুন্নু শেখ, সোহাগ শেখ, আলিম মোল্যা প্রমুখ সহ এলাকার সবাই উপস্থিত ছিল। উল্লেখ্য, ১৭মে প্রাথমিক সূত্রে জানা জমিজমা সংক্রান্ত পুর্বশত্রুতাকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি গ্রামের শরিফুল ইসলাম হেলাল প্রতিপক্ষের লোকজনের হাতে দিবালোকে প্রকাশ্যে বেলা ১১টার সময় নৃশংসভাবে খুন হন। ঘটনার পরের দিন মঙ্গলবার (১৮ মে) নিহতের ভাই মো. খায়রুল আলম শামীম বাদী হয়ে কাশিয়ানী থানায় ২২ জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় কাশিয়ানী থানা পুলিশ 7 জন আসামিকে গ্রেফতার করেন এবং আদালতে প্রেরণ করেন। বাদী পক্ষের দাবি মামলার প্রকাশ্যে হত্যাকারীরা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাহিরে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *