প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২১, ১১:৪৮ অপরাহ্ণ
আলোকিত গোপালগঞ্জ ফেসবুক গ্রুপের উদ্যোগে তিনদিনের ফ্রী মেডিকেল ক্যাম্প ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন।
গোপালগঞ্জের মুকসুদপুরে ঐতিহাসিক গাজীর ভুঁই এর ৭ম বাৎসরিক ইসলামি মহা সম্মেলনে তিনদিন ব্যাপী ফ্রী স্বাস্থ-সেবা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আলোকিত গোপালগঞ্জ ফেসবুক গ্রুপ।
মাহফিলে আগত মুসল্লীদের করোনা পরিস্থিতি নিরাপত্তার জন্য হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাক্স, টিস্যু, সাবান ও নির্ধারিত প্রবেশ গেটে জীবানুনাশক ট্যানেল তৈরী করা হয়। একইসঙ্গে তাদের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এছাড়াও এ সময় রোগীদের প্রয়োজন মতো প্যাথলজি টেস্টও করা হয়। করোনা প্রাদুর্ভাবে হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সেবা সংকটের এই মুহূর্তে হাতের কাছে উন্নতমানের চিকিৎসা পেয়ে খুশি মাহফিলের হাজারো মুসল্লীগন। ও চিকিৎসা নিতে আসা এলাকাবাসী।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত