প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ
আযান
![]()
আযান হলো প্রার্থনার ডাক
বুঝতে হবে সবে,
এবাদত বন্দেগীর জন্য
এসেছি এই ভবে।
মসজিদের ঐ মিনার থেকে
আযানেরই সুর,
দিবা রাত্রি আসে কানে
লাগে সুমধুর।
জামাত সহিত পড়তে নামাজ
ডাকে মুয়াজ্জিন,
নামাজ ছাড়া জিবন সবার
যেনো মূল্যহীন।
আযান শুনে কাজটা ফেলে
ছুটবো মসজিদ পানে,
ছুটবো সবাই দলে দলে
নামাজেরই টানে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত