এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
"আমরা টুঙ্গিপাড়াবাসী"র উদ্দ্যোগে ১৫ ই আগস্ট রাতে ঘাতকের বুলেটে নিহত ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ঢাকার মোহাম্মদপুর সুচনা কমিউনিটি সেন্টারে "আমরা টুঙ্গিপাড়াবাসী"র আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
"আমরা টুঙ্গিপাড়াবাসী"র সভাপতি শেখ সাঈদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১। মোঃ লামু কাজী, গর্ভানর লায়ন্স ক্লাব ২। মোহাম্মদ গোলাম আজাদ খান, পরিচালক, দুনীতি দমন কমিশন, ঢাকা, ৩। শেখ মিলি, সভাপতি, ধানমন্ডি মহিলা আওয়ামীলীগ ৪। হাসান আহম্মেদ কচি, সভাপতি টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগ।
"আমরা টুঙ্গিপাড়াবাসী"র সাধারণ সম্পাদক এম এম কামাল হায়দার এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ১। সাইদুল ইসলাম রুবেল, এডিশনাল এসপি সাভার সার্কেল ঢাকা জেলা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মন্ডলীর সদস্য ১। শেখ মঈনুল বশীর অপু ২। কৌশিক চন্দ্র বিশ্বাস ৩। সাইদুল ইসলাম ৪। এমদাদুল হক
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন ১। গাজী মারুফ হাসান, সাংগঠনিক সম্পাদক, আমরা টুঙ্গিপাড়াবাসী ২। মোঃ সিরাজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক, আমরা টুঙ্গিপাড়াবাসী ৩। বি এম সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক, আমরা টুঙ্গিপাড়াবাসী, ৪। গাজী মামুন, প্রচার সম্পাদক-১, আমরা টুঙ্গিপাড়াবাসী ৫। এম এম ছাদ্দাম হোসেন, সহ প্রচার সম্পাদক, আমরা টুঙ্গিপাড়াবাসী, ৬। নাজমুল হক, সহ প্রচার সম্পাদক, ৭। নূর ইসলাম- পাটগাতী ইউনিয়ন সহ-সাংগঠনিক সম্পাদক, আমরা টুঙ্গিপাড়াবাসী ৮। শেখ আজিজুল ইসলাম তারেক, ছাত্র/ছাত্রী বিষয়ক সম্পাদক প্রমূখ।
আলোচনা সভা শেষে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ও তবারক বিতরণ করা হয়।