প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২২, ৯:৩১ অপরাহ্ণ
আমনের বাম্পার ফলনের আশায় কৃষক’রা

পটুয়াখালী হলো উপকূলীয় কৃষিনির্ভর জেলার মধ্যে একটি। নদী-নালা, খাল-বিলে ভরা। বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধুই যেন সবুজের সমারোহ। বাতাসে দোল খাচ্ছে আমন ধানের নতুন শীষ। পটুয়াখালীর আবহাওয়া অনুকূলে থাকায় শ্রাবণ মাসের শেষ দিকে ও ভাদ্রের শুরুতে কৃষকরা আমন ধানের বীজ রোপন করেন। ভালো ফলনের আশায় স্বপ্ন বুনছেন চাষীরা। দীর্ঘ দুইমাস সঠিক পরিচর্যায় তাদের বেশির ভাগ ক্ষেতে এখন নতুন ধানের শীষ উকি দিচ্ছে। তবে সার সহ অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়ায়, ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুঃশ্চিন্তায় তারা।
শীতের সকালের শিশির ভেজা নতুন ধানের শীষ দেখে হাসি ফুটেছে কৃষকের মুখে। আবার কিছু কিছু ক্ষেতের ধানে এসেছে সোনালী রং। যথাসময়ে সার ও কীটনাশক প্রয়োগের ফলে, আমনের বাম্পার ফলনের আশায় কৃষকরা। তবে সার ও কিটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায়, রয়েছে কাঙ্খিত দাম না পাওয়ার দুঃশ্চিন্তাও।
তবে চাষীদের ভয়ের কারণ নেই জানিয়ে কৃষি বিভাগ বলেছে, মাঠ পর্যায়ে ধানের দাম ঠিক রাখতে কার্যকরী নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
চলতি বছরের মৌসুমে জেলায় ১ লাখ ৮৯ হাজার ৯শ’ ৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৮শ’ ৫৩ মেট্রিক টন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত