“আবারো তিন ফরম্যাটের রাজত্বে মনোযোগ সাকিবের”

সাকিব আল হাসান নামটির সাথে বাংলাদেশ ক্রিকেট ওতপ্রোতভাবে জড়িত আছে। সাকিব আল হাসান বিশ্বমঞ্চে শুধুমাত্র বাংলাদেশের একজন ক্রিকেটার নয় বরং বাংলাদেশের একজন প্রতিনিধি।

হয়ত ক্রিকেটপাড়ায় এমন কোনো রেকর্ড নেই যেটাতে তার নাম অন্তর্ভুক্ত নেই। সাদা বল কিংবা লালবলের ক্রিকেটের সব জায়গায় রাজত্ব তার। এমন একজন বিশ্বমানের ক্রিকেটার হওয়া সত্ত্বেও বারবার মুখোমুখি হয়েছেন নানান সমালোচনায়।

গত কয়দিন আগ পর্যন্তও বাংলাদেশ ক্রিকেটেরসবচেয়ে সমালোচিত বিষয়টি ছিল সাকিবের টেস্ট খেলা। খেলতে চাননি আসন্ন দক্ষিন আফ্রিকা সিরিজ।

মানসিক চাপ থেকে মুক্তি পেতে সবধরনের ক্রিকেট থেকে ৬ মাসের বিশ্রামও নিয়েছিলেন।

কিন্তু ঘোষনার তিন দিনের মধ্যেই আবারো সিদ্ধান্ত বদল। দক্ষিন আফ্রিকা সিরিজে থাকছেন সাকিব। বিসিবি বস নাজমুল হাসান পাপনের সাথে একান্ত বৈঠকে এমন সিদ্ধান্ত উঠে আসে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন ” আসন্ন দক্ষিন আফ্রিকা সিরিজে দুই ফরম্যাটেই খেলবেন সাকিব,সাথে বিশ্রামের ও প্রয়োজন নেই বলে তিনি জানিয়েছেন এমনকি সাকিব তিন সংস্করনেই বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবে বলে মনোভাব ব্যক্ত করেন”



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *