আবারও তিতাসের অভিযানে ৫০০ শত বাসাবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার অদুরে সাভারের হেমায়েতপুর মোল্লা বাড়ি ও দক্ষিণপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু শাহাদাৎ মোঃ সায়েমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক পাঁচশত বাসা বাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু শাহাদাৎ মোঃ সায়েম জানান, আজ (শনিবার) হেমায়েতপুর মোল্লা বাড়ি ও দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেছি।এখানে একটি অবৈধ চক্র আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করেছে। অভিযান চালিয়ে আমরা এই সম্পূর্ণ লাইন বিচ্ছিন্ন করেছি তাতে আনুমানিক ৫০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তিনি আরও জানান, সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হচ্ছে। যারা অবৈধ গ্যাস সংযোগ গ্রহন এবং যারা এগুলো প্রদান করছেন, বাংলাদেশ গ্যাস আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যাবস্থাপক। গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-প্রকৌশলী নাজমুল হাসান নয়ন, প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার মডেল থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *