মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কঠোর লগডাউন ঘোষনা করা হয়েছে। এরই অংশ হিসেবে কোটালীপাড়ার সকল হাট-বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধু মাত্র ঔষধের দোকান ও কৃষিপণ্যের দোকান খোলা থাকবে। এ ছাড়া ভ্যান,ইজিবাইক,বাস,মোটরসাইকেল বন্ধ থাকবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন থেকে আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ,ওসি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের সিদ্ধান্ত মোতাবেক মুদি দোকান ও কাঁচাবাজারও বন্ধ থাকবে। তবে ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করা যাবে।