আপনারা আমাকে ভোট না দিয়ে শেখ হাসিনাকে ভোট দিন – আনোয়ার হোসেন মঞ্জু


পিরোজপুরের নেছারাবাদে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় পিরোজপুর-২ আসনের প্রার্থী ও জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘আমি কত স্যাক্রিফাইস করছি দেখেন, নৌকার জন্য লড়ছি। নৌকায় ভোট দিলে কে পাবে? শেখ হাসিনা পাবে।
আপনারা আমাকে ভোট না দিয়ে শেখ হাসিনাকে ভোট দিন।’ আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে নেছারাবাদের পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভায় তিনি আরো বলেন, ‘আমি আপনাদের কাছে কখনোই ভোট চাইনি, চাইবো না।’ এ সময় নৌকার পক্ষে আত্মত্যাগের কথা জানিয়ে তিনি বারবার শেখ হাসিনাকে ভোট দিতে স্থানীয়দের অনুরোধ করেন এবং বলেন, ভয় পাবেন না। ভোট যাকে ইচ্ছা তাকে দেবেন। ওখানে আমার কোনো দুঃখও নেই।
আমার কোনো উপদেশও নেই।’ নেছারাবাদে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় আনোয়ার হোসেন মঞ্জুর আগমনকে ঘিরে এলাকায় বয়ে গেছে আনন্দের বন্যা। সকালে তাকে ঘিরে এই উচ্ছ্বাস প্রকাশ করতে মোড়ে মোড়ে আনন্দ মিছিল বের করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সভায় আনোয়ার হোসেন মঞ্জু যখন বক্তব্য দিচ্ছিলেন সেই সময়ও শেখ হাসিনার পক্ষে একের পর এক স্লোগান দিচ্ছিলেন নেতাকর্মীরা।