৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২১ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আজ শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান।
এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা ফারহানা নাসরিন সহ বিভিন্ন বয়সের সুবিধাভোগী প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে স্বাভাবিক চলাফেরায় অক্ষম পাঁচ প্রতিবন্ধীকে ৫টি হুইল চেয়ার এবং ৫ জন দৃষ্টিপ্রতিবন্ধীর হাতে ৫টি স্মার্ট হোয়াইট কেইন (সাদা ছড়ি) তুলে দেন।