আধা ঘন্টার মধ্যেই নিখোঁজ শিশু উদ্ধার
নওগাঁর রাণীনগরে মিতু আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হওয়ার মাত্র আধা ঘন্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদরের রেল স্টেশন এলাকা থেকে ওসি শহিন আকন্দ নিজেই শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধার শিশুকে সোমবার দুপুরে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর পরিবারের বরাদ দিয়ে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামের মুক্তি আক্তারের আট বছর বয়সি কন্যাশিশু মিতু আক্তার রবিবার সকালে হঠাৎ করেই নিখোঁজ হয়।
এরপর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজা-খুঁজি করে না পেয়ে সোমবার সকালে রাণীনগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরী করেন। এরপর থানায় ডায়েরী হওয়ার মাত্র আধা ঘন্টার মধ্যেই সদরের রেল স্টেশন এলাকা থেকে ওসি শহিন আকন্দ নিজেই শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুকে পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।