রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আদম তমিজী হকের নির্দেশক্রমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯:০০ ঘটিকার সময় রাজবাড়ী ডিসি অফিসের সামনে বঙ্গবন্ধু চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন: মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দরা। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২:০০ ঘটিকার সময় রাজবাড়ী রেলষ্টেশন ও রেলগেট এলাকায় ২০০ জন অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙনে গাছের চারা বৃক্ষরোপন করা হয়।
বিকাল ৫:০০ ঘটিকার সময় জেলা শহরের বিনোদপুর নতুন পাড়া এলাকায় জামিয়া সুন্নাহ জয়েন উদ্দিন হাফেজিয়া মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত পরিবারের সকলের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত করেন: মাওলানা মাসুম বিল্লা। দিনব্যাপী সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন: মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি- শেখ মমিন, সাধারণ সম্পাদক- কোহিনুর বেগম, সহ-সভাপতি- শফিকুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক- ডলি রানী দাস, সাংগঠনিক সম্পাদক- নইমা বেগম, দপ্তর সম্পাদক- সুজন মিয়া, উপ-প্রচার সম্পাদক- আবিদ হাসান সহ অন্যান্যরা প্রমুখ।