আত্রাই উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি কলেজের পক্ষে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের অধীন নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আত্রাই উপজেলা ও নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) এবং আত্রাই উপজেলা ও নওগাঁ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান কারিগরি) অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী,

একই প্রতিষ্ঠান থেকে আত্রাই উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) প্রভাষক (বাংলা) আবু রেজা নির্বাচিত হওয়ায় সভাপতি হিসাবে সোমবার সকালে নিজ কার্যালয়ে তাঁকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, প্রভাষক আবু রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

কলেজের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে গুনগত শিক্ষা বিস্তার করে সাফল্যের এধারাকে অব্যাহত রাখার জন্য একযোগে কাজ করার আহবান জানান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *