“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় এবং সমবায়ীদের আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার(৫ নভেম্বর) দিবসের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়।
এতে দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, সমবায় অফিসার নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সমবায়ী ফজলে রাব্বী জুয়েল, জহুরুল ইসলাম, সবুজ বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি রনিকুজ্জামান, জাগরন মৃৎশিল্প সমিতির সভাপতি বিপ্লব কুমার, বামনিগ্রাম মৎস্য সমিতির সভাপতি অজিত কুমার হালদার, ইসলামগাঁথী ভূমিহীন সমিতির সভাপতি সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলার ১’শ ৬৪ নিবন্ধিত সমবায় সমিতির মধ্যে ৯ সমবায় সমিতি এবং ১ সমবায়ীকে সম্মাননা সনদ দেওয়া হয়।