প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ
আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ও প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় একদিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী)সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধন করেন নওগাঁ -৬ (আত্রাই- রানীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। উপজেলা সহকারি কমিশনার( ভূমি) অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক, কৃষিবিদ কে এম কাউসার হোসেন,অফিসার ইনচার্জ (ওসি)তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মমতাজ বেগম,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সরদার শোয়েব, যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাফিউল ইসলাম রাফী, ছাত্রলীগের সভাপতি মাহাদি মসনদ স্বরূপ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু আনাস । সঞ্চালনায় ছিলেন ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ রুবাইয়েত রেজা । প্রদর্শনীতে মোট ৩০ টি ষ্টলে উপজেলার বিভিন্ন খামারীরা অংশ নন। বিকালে স্টল পরিদর্শন শেষে প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন ক্যাটাগরিতে ২৬ জন খামারিকে পুরস্কৃত করা হয়।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত