আজ শালিণ্য সমাচার এর মোড়ক উন্মোচন হলো

শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের মুখপত্র শালিণ্য সমাচার ২০২৩ এর আগস্ট সংখ্যার মোড়ক উন্মোচন করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল।

সভায় প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান ও অধ্যক্ষ বরগুনা সরকারি কলেজের প্রফেসর দেবাশীষ হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল হল নীলু, অধ্যাপক টুনু কর্মকার, অধ্যক্ষ এসএম তাইজুল ইসলাম, বিসিসি কাউন্সিলর কোহিনুর বেগম ও জাতীয় যুব কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় প্রতিনিধি কিশোর চন্দ্র বালা।

স্বাগত বক্তব্য রাখেন শালিণ্য প্রকাশনা বিভাগের সমন্বয়ক কাজী সেলিনা, সফল আত্মকর্মী সালমা আক্তার ও NCTF বরিশাল জেলার সাধারণ সম্পাদক আরিফ বিন ইসলাম। শালিণ্য প্রশিক্ষণ বিভাগের সমন্বয়ক মারুফা খানমের সঞ্চালনায় শিশু শিক্ষার্থীদের আবৃত্তি সহ সংগীত পরিবেশন করেন শালিণ্য ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের সমন্বয়ক সাবিনা আক্তার।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *