আজ পলাশবাড়ী পৌর সভা নির্বাচন।। পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছেন শতাধিক গণমাধ্যম কর্মী
আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভা নির্বাচন।। দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পৌর সভা নির্বাচন। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য দেখতে পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছেন শতাধিক গণমাধ্যম কর্মী! ইতোমধ্যেই জেলা নির্বাচন অফিসার ও রিটাইনিং অফিসার নির্বাচন পর্যবেক্ষণের জন্য জেলায় কর্মরত প্রায় শতাধিক গণমাধ্যম কর্মীকে অনুমোদন দেওয়া হয়েছে। পলাশবাড়ী প্রেসক্লাব থেকে প্রতিটি কেন্দ্রে ১ জন করে মোট ১৬ সাংবাদিক প্রতিটি ভোট কেন্দ্রে স্থায়ী ভাবে দায়িত্ব পালন করবে। এছাড়াও জেলার প্রায় ৮০ জন সাংবাদিকদের সমন্বয়ে পৃথক কয়েকটি মনিটরিং টিম গঠন করা হয়েছে যারা সার্বক্ষণিক ভাবে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য ৯ টি ওয়ার্ডের ৩১ হাজার ৬শ ২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।