আহত দুই শতাধিক আজ শুক্রবার সাপ্তহিক ছুটির দিনে দেশের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত দুই শতাধিক।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত দেশব্যাপী প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে অনুযায়ী উল্লেখযোগ্য দূর্ঘটনা গুলোর মধ্যে সিলেট ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা একটি। শুক্রবার সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। অপর দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) উল্টে শিপন আলী (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবার বগুড়ার শাজাহানপুরে বাস-ট্রাক-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ইজিবাইকটি বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। অপরদিকে দুপুর ২টায় বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার কৃষিগাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন মারা গেছেন।
নিহতরা হলেন- উপজেলার বেলহালী গ্রামের ফজলুর রহমানের ছেলে মুক্তার হোসেন (৩৫) ও মুরগ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলাম (৩২)। ঝিনাইদহের কালীগঞ্জে জীবননগর কালীগঞ্জ সড়কের পাতবিলা নামক স্থানে শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে তিন মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিমুল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
আহত হয়েছে আরো অন্তত ৪ জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর মেডিকেল কলেজে পাঠানো হলে রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা গেছে। অপর দিকে, ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মেকিয়ারকান্দা বাজারের পাশে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খড়িয়া গ্রামের সাবির উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেল(২২) এবং বাঘবেড় গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শহিদুল কায়সার রনি (২৫)। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় এক অটোচালক নিহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে। আবার বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আবার, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত ও একজন আহত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কের বানিয়ারছড়ার মহেশখালী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে আজ সকালে শেরপুর পৌর শহরের চাপাতলি এলাকায় সার্কিট হাউজের সামনে ট্রাকচাপায় আমেনা পারভিন (৪০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। আমেনা নূরে আলম সিদ্দিকের স্ত্রী ও পৌরসভার বাগরাকসা মহল্লার বাসিন্দা।