আজ কবি মো. শিমুল পারভেজ এর জন্মদিন
কবি মো. শিমুল পারভেজ ১৯৯৫ সালের ১২ অক্টোবর নাটোর জেলার জোনাইল ইউনিয়নের ভিটাকাজিপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তার ছদ্মনাম চাঁদ,বিদ্রোহী প্রিয়দর্শী। তার পিতা মো. আব্দুল আজিজ চাটমোহর মহেলা হাইস্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষক এবং মা মোছা. শাহিদ বেগম গৃহিণী। কবি মো. শিমুল পারভেজ বর্তমানে পাবনা জেলার চাটমোহর থানার দোলং গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি চার ভাই বোনের মধ্যে তৃতীয়। তার বড় ভাই মো. শাহিনুর রহমান ব্যবসা করেন এবং মেজ ভাই মো. সোহেল রানা চাকুরী করেন এবং ছোট বোন আজিজা লুতফা সিমা অনার্স ২য় বর্ষে লেখাপড়া করেন।
তিনি চাটমোহর আর.সি.এন এন্ড বি.এস.এন পাইলট সরকারি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি তে গোল্ডেন জিপিএ -৫ পেয়ে ২০১২ সালে পাশ করেন এবং চাটমোহর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি তে জিপিএ-৫ পেয়ে ২০১৪ সালে পাশ করেন। তিনি ২০১৫ সালে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেন।
তার প্রথম কবিতা ষোল বছর বয়স। তার প্রকাশিত বিখ্যাত অন্যান্য কবিতাগুলো হলো, মৃত লাশ,বাবা,সময়ের অসঙ্গতি,বাস্তবতার ভালোবাসা,মরীচিকা,শিক্ষক,নজরুল,বাংলাদেশ,আপন পর,অপেক্ষার চিঠি,চাটমোহর, শরতের চাটমোহর, ইচ্ছা পাখি,ইচ্ছে করে, শ্রদ্ধা ভালোবাসা পণ্য নয়, সম্পর্কের ভাই, চাঁদ,চাঁদ ও কমলতা,কমলতা সেন,সাথী,ধর্ষণ,স্মৃতির বিবেক,ফরমালিন মুক্ত শাসক,শেখ হাসিনা,শ্রদ্ধা ভালোবাসা পণ্য নয়,উপরে শুভ্র ভিতরে কৃষ্ণ,আমার বোন,পুষি,ছোট কাল,বন্ধু,বন্ধুকে খুঁজি, করোনার থাবা,সমাজের অসঙ্গতি,কুকুররূপী হায়না,লাভ ক্ষতি,সাদার মধ্যে কালো,ঘুষখোর,
তিনি ২০১২ সাল থেকে স্থানীয় পত্রিকা দৈনিক চলনবিল,সবুজ আলো,সময় অসময়,চলনবিলের আলো সম্পাদকীয়তে লেখালেখি করেন।
তিনি ভারতের পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য ও কাব্য পরিষদ, বাংলাদেশ লেখক পরিবার(বালেপ),নজরুল স্মৃতি সাহিত্য পরিষদ, অন্যধারা সাহিত্য পরিষদ, হিল্ফুল ফুযুল সাহিত্য কানন(হিফুসাকা) সম্মাননা সনদ পেয়েছেন। এছাড়া তিনি সম্ভাবনা সাহিত্য পরিষদ, সুনামগঞ্জ সাহিত্য পরিষদ, আনন্দমেলা সাহিত্য পরিষদ, প্রজাপতি সাহিত্য পরিষদ, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ, চাঁদপুর বাংলা সাহিত্য, স্বপ্ন ছোঁয়া সাহিত্য সংগঠন,সূর্যসেনা সাহিত্য পরিষদ,তুর্কীমন সাহিত্য পরিষদ, একুশে বাংলা, জয় বাংলা সাহিত্য পরিষদ থেকে সম্মাননা ও সনদ পেয়েছেন।
তিনি আশার আলো ফাউন্ডেশন ও চাটমোহর ফ্রেন্ডস হেলথ কেয়ার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি বাংলাএক্সপ্রেস২৪.কম ও দেশান্তর.কম এ সাংবাদিক হিসেবে নিয়োজিত আছেন।
মো. শিমুল পারভেজ আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের লেখক হিসেবে তালিকাভুক্ত আছেন।তিনি বাংলাদেশ তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্বার এম্বাসেডর এর সদস্য।