২৬ শে মার্চ শনিবার সকাল ১০ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ সময় আগৈলঝাড়া শাখার সভাপতি এইচ এম আবু ইউসুফ এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক হুসাইন মুহাম্মদ আরমানের তত্ত্বাবধানে পয়সারহাট সেতু হতে র্যালী শুরু হয়ে আগৈলঝাড়া হাইওয়ে ঘুরে আসে জাতীয় পতাকায় সজ্জিত বিশাল এক সাইকেলের বহর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহা. গোলাম মাহমুদ হাওলাদার। আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন আগৈলঝাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহা. আবদুল্লাহ ভাট্টি, ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহা. আবদুল্লাহ আল-মামুন ভাট্টি সহ অন্যান্য নেতৃবৃন্দ। র্যালী শেষে মহান স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকেরা।