বাগেরহাটের মোল্লাহাটে খাস জমিতে বসবাসকারী অসহায় ভূমিহীন এক পরিবারের ঘরসহ সর্বস্ব দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ভষ্ম হওয়া নিঃস্ব পরিবারটিকে মোল্লাহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী এক মাসের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
২২ মে শনিবার বিকাল ৩টার দিকে গাংনী সরকার পাড়া শ্মশান সংলগ্ন আঠারোবাকি নদীর পাড়ের ক্ষতিগ্রস্থ পরিবারটির কাছে গিয়ে তাদেরকে এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল।
এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারটিকে প্রয়োজনে সম্ভবপর আরো সহযোগিতার আশ্বাস দেন তারা। আগুনে পুড়ে নিঃস্ব দম্পতি খাজা মোল্লা (৩০) ও রত্না (২৫) জানায়, এমন দুঃসময়ে উপজেলা প্রশাসনের দেয়া এ সহায়তা পেয়ে তারা নতুন করে বাচার স্বপ্ন দেখছেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মিয়া পারভেজ আলম,সদস্য আরিফুল ইসলাম রিয়াজ ও সমাজসেবক চান মিয়া প্রমূখ।