আগামী সপ্তাহে অফিস-আদালত নিয়ে নতুন প্রজ্ঞাপন

এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ

৩১ আগস্টের পর আরও এক মাস স্বাস্থ্যবিধি মেনে সরকারি অফিস-আদালতসহ সব কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা আসতে পারে। আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনা প্রতিষেধক না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানার কোন বিকল্প নেই বলেও জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ৩১ আগস্ট পর্যন্ত আমাদের স্বাস্থ্যবিধি মেনে আগের মতই চলবে। নতুন প্রজ্ঞাপন আসবে, সেটার জন্যই অপেক্ষা।

তিনি আরো বলেন, আগামী সপ্তাহেই আসবে প্রজ্ঞাপন। পরিস্থিতি বিবেচনা করে আগামী এক মাসের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিবেন। যতদিন ভ্যাকসিন না আসে ততদিন স্বাস্থ্যবিধি মেনেই কর্মকাণ্ড করতে হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *