মহামারি করোনাভাইরাস কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান কোরবানির ঈদের পর খুলে দেওয়া হচ্ছে বলে ফেসবুকে যে খবর ছড়িয়েছে, তা গুজব বলে উড়িয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ‘ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তা ছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনো বোর্ড নেই।’