আখ মাড়াই মৌসুম ২০২০/২০২১শুভ্র উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ১ও ২ আসনের এম পি মহোদয়

আজ ১৮ই ডিসেম্বর শুক্রবার বৈকাল সাড়ে চার টার সময় দর্শনা, কেইন কেরিয়ান প্রাঙ্গনে, চুয়াডাঙ্গা জেলার জন বিশাল এক গর্ভ। দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি আজ বৈকাল সাড়ে চার টার সময় আখ মাড়াই মৌসুম শুভ্র উদ্ভোদনের মধ্যে দিয়ে শুরু হলো, আখ মাড়াই মৌসুম। আজ বাংলাদেশ সরকার একের পর এক লোকসান গুনতে হয়, তবে সেই মিল রাখার কোনো যুক্তি আছে বলে মনে করেন না, সরকার। এর আগে বাংলাদেশে ছয়টি মিল বন্ধ গিয়াছে, এবং আরও দুটি মিল বন্ধ হবার সম্ভবত আছে। চুয়াডাঙ্গা জেলা দর্শনা উপজেলায় অবস্থিত, এই কেরু এ্যান্ড কোম্পানি জন্য চুয়াডাঙ্গা জেলা বিখ্যাত। সেই কেরু এ্যান্ড কোম্পানি কিছু অসাধু মানুষের কারণে আজ বন্ধ হয়ে যায়, তবে জেলার মানুষের কাজে একটা লজ্জা, একমাত্র এই বছর কেরু কোম্পানি কিছুটা হলেও লাভের মুখ দেখতে পাই। কেরু কোম্পানি যে কোনও মুল্যই আমাদের ধরে রাখতে হবে, তাই সকল শ্রমিকে সঠিক ভাবে প্ররিশ্রম করতে হবে। কেরু কোম্পানি বন্ধ হওয়া মানে চুয়াডাঙ্গা জেলার জন্য এক অভিশাপ ছাড়া আর কিছু নাই। তাই কেরু কোম্পানি লাভ করা ছাড়া আর কোনো সামনে পথ খোলা নেই। আজ শ্রমিক যদি এক জায়গায় দশ জন লাগে, সেই জায়গায় আট জন কে করার চেষ্টা করলে, তবেই দর্শনা কেরু কোম্পানি আবারও লাভের মুখ দেখতে পাবে সরকার। এর সাথে শ্রমিকদের ফাঁকি না, দিয়ে যদি মনোযোগ দিয়ে কাজ করতে পারে তাহলে কেরু কোম্পানি লাভ করা সম্ভব। কেরু এ্যান্ড কোম্পানি আখ মাড়াই মৌসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা এক আসনের এম পি, সোলাইমান হক ছেলুন জোঃ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দুই আসনের এম পি জনাব আলী আজগর টগর, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সভাপতি জনাব মোঃআবু সাইদ ব্যস্হাপনা পরিচালক কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এবং আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগ সহ কেরু কোম্পানির শ্রমিকরা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *