আখাউড়ায় নবনিয়োজিত ইউএনওকে বরণ করে নিলেন বিদায়ী ইউএনও
আখাউড়া উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলমকে ফুল দিয়ে বরণ করে দায়িত্ব বুজিয়ে বিদায় নিলেন ইউএনও তাহমিনা আক্তার রেইনা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্বভার গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান, মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম মানিক, সমাজসেবা কর্মকর্তা আফসানা পারভীন, দেবগ্রাম সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান, সাংবাদিক দুলাল ঘোষ, নুরুন্নবী ভুইয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, বাদল আহাম্মদ খান, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শরীফ প্রমুখ। নবাগত ইউএনও মোহাম্মদ নূর-এ-আলম আইন ও বিধি মোতাবেক আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম এর আগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা রাজশাহী বিভাগে বদলি হয়েছেন। ঈদের পরে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।