নওগাঁর রাণীনগরে আগামী ২৫ শে ফেব্রয়ারী রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এবং উক্ত সম্মেলনকে সফল করা উপলক্ষে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম এর পরিচালনায় আজ সকাল ১০ টায় রাণীনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর)এর আসনের স্থানীয় সংসদ সদস্য, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি। তিনি বলেন-আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের রাজনীতি।
আওয়ামী লীগের সঙ্গে থাকতে হলে ত্যাগী হতে হবে। ত্যাগের মধ্যে দিয়ে সফলতা অর্জন করা সম্ভব। তিনি আরও বলেন-সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রে হয়ে মিলেমিশে কাজ করে আওয়ামী লীগ কে সুসংগঠিত করতে হবে এবং আগামী ২৫/০২/২০২১/ইং তারিখে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে হবে, জয়বাংলা।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সবেক এমপি মোঃ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ জাহাঙ্গীর সোহেল,সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার গোপাল,বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মামুন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ একেএম মোহসীন আলী খাঁন, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আবুল হাসনাত খান হাছান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন রাঙ্গা,সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ উদ্দিন সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ