প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২০, ৩:৩৮ অপরাহ্ণ
আইনজীবী নিখিল চন্দ্র দত্ত আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নিখিল চন্দ্র দত্ত বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিখিল চন্দ্র দত্ত।
আইনজীবী নিখিল চন্দ্র দত্ত বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। আমার কাজের মূল্যায়ন হিসেবে বাংলাদেশ মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটি আমাকে আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত করেছেন। এ জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো: সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করকে ধন্যবাদ জানাচ্ছি।
রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালদার বলেন, আইনজীবী নিখিল চন্দ্র দত্ত দীর্ঘদিন যাবত এলাকায় সমাজসেবামূলক কাজ করে আসছেন। তিনি বাংলাদেশ মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত খুশী হয়েছি। আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত