অসহায় মানুষের পাশে দাড়াতে এগিয়ে আসুন
মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার, কোটালিপাড়া থানার, গচাপাড়া গ্রামের৷ মিজান তালুকদার (৪৫) তার পরিবারের সাতটি মেয়ে সন্তান। তিনি নিজের এলাকায় মানুষের ক্ষেতে- খামারে কাজ করে তার পরিবারের সকল খরচ বহন করেন। বর্তমানে তিনি শারীরিক ভাবে অসুস্থ তিনি জানান, তার আয়-রোজগার বন্ধ থাকার কারণে পরিবারের খরচ চালাতে হিমসিম খেয়ে যাচ্ছেন। অসহায় মিজান তালুকদার জানান যদি কোনো আর্থিক বা সাবলম্বী সাহায্য পান। তবে তার পরিবারের খরচ চালাতে পারবেন। তাই তিনি সকলের কাছে সাহায্য চেয়েছেন। বিঃদ্রঃ ব্যবহারের জন্য তার নিজের কোনো মোবাইল নেই। তাই পাশের বাড়ির নাম্বার দিয়েছেন। সাহায্য পাঠাতে যোগাযোগ করুনঃ রেফারেন্স-01725001786