প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২০, ১:০৪ অপরাহ্ণ
অমাবস্যার তীব্র জোয়ারে আবারো প্লাবিত হলো বরিশাল নগরী দূর্ভোগে সাধারণ জনগণ
অমাবস্যার তীব্র জোয়ারে বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। থেমে থেমে বৃষ্টি ও নদীর অস্বাভাবিক জোয়ারের কারনে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ নিচু এলাকা। রাস্তা ঘাট ও নদী তীরবর্তী বাঁধ খতিগ্রস্থ হয়ে পানি ঢুকে পড়েছে লোকালয়ে।দুপুর গড়িয়ে সন্ধা নামতেই ডুবছে বাড়ি-ঘর, দোকান-পাট,রাস্তা-ঘাট,মাছের ঘের ও আবাদি জমি। পাশাপাশি ভাটায় নদীর পানি নামার সঙ্গে সঙ্গে হচ্ছে নদী ভাঙ্গন। নদীর জোয়ার এবং ঘন ঘন বৃষ্টির জমা পানিতে বরিশাল মহানগরীর সদর রোড,হাসপাতাল রোড,বগুড়া রোড,মুন্শি-গ্যারেজ এলাকা,আমানতগঞ্জ,পলাশপুর,কাউনিয়া, কাউনিয়া বিসিক এলাকা, সাবান ফ্যাক্টরী এলাকা ও ভাটিখানাসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকার জনগন আছে পানি বন্দী অবস্থায়। বিশেষ করে নগরীর অলিগলির ভাঙ্গা রাস্তার খানা-খন্দর গুলোতে পানি জমে যান বাহন ও জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ সৃষ্টি করছে। এদিকে অস্বাভাবিক জোয়ার ও পানির গতির কারনে নদীতে নৌযান চালনা অনেক টাই ঝুঁকিপূর্ন হয়ে দাঁড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড বরিশাল কার্যালয় সূত্রে জানা যায়, গত ২১ আগষ্ট বিকেল ৫ টা নাগাদ সর্বশেষ হিসাবে বরিশালের নদীর পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৪ থেকে ৫ ঘন্টা পানি স্থায়ী থাকার পর আবার ভাটায় নেমে যাচ্ছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত