অবশেষে শুরু হলো উলপুর -তালতলা সড়কের পুনঃসংস্কারের কাজ

উলপুর

 শুরু হচ্ছে উলপুর থেকে তালতলার ৬কিলোমিটারের রাস্তারর নির্মান কাজ। বর্মান এই রাস্তার মাপ রয়েছে পিচ ১২ফুট এবং রাস্তার দুই পাশে দেড় ফুট করে ইটের ছলিং রয়েছে।

এই ৬কিলোমিটার রাস্তায় রয়েছে ৭টি সেতু/কাল ভাট ।সব সেতু/কাল ভাট গুলো ভেঙে সেগুলোকে আবার নতুন করে দেওয়া হবে। সাস্তার দুই পাশে যে বড়ো বড়ো গাছ গুলো রয়েছে সেই সব গাছ গুলো সরকারি ভাবে অকসন দওয়া হবে।

উলপুর পরবর্তীতে এই রাস্তার মাপ হবে রাস্তর উপরে পিচ ঢালাই করা থাকবে১৫ ফুট এবং রা স্তার দুই পাশে দেড় ফুট করে ইটের ছলিং দেওয়া থাকবে মোট রাস্তার মাপ হবে ১৮ ফুট



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *