দীর্ঘদিন যাবৎ আন্দ্রে রাসেল কে নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। ফরচুন বরিশালের খেলার কথা থাকলেও প্লেয়ার ড্রাফটে তার নাম প্রকাশ পায়নি। সকল ফ্র্যাঞ্চাইজি, দর্শক ভেবে নিয়েছিল এই আসরে হয়তো দেখা না যেতে পারে ক্রিকেটের এই দানবকে।
কিন্তু অবশেষে সব ফ্রানসাইজিকে চমক দিয়ে বিসিবি ঢাকা ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হচ্ছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ বিষয়ে বিসিবি ঢাকা ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছেন এই অলরাউন্ডার।
এর আগের আসরে তার নেতৃত্বে প্রথম বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন ট্রফি পায় রাজশাহী রাজশাহী রয়েলস । ঢাকা ফ্র্যাঞ্চাইজি তে তার সতীর্থরা হলেন দেশের তিন বৃহৎ তারকা মাশরাফি বিন মুর্তাজা, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল।