অবরোধের কারণে যাত্রী সংকট বরিশালে বাস চলছে কম।।

 বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিনদিনের প্রথম দিন অবরোধের প্রভাবে বরিশাল থেকে দূরপাল্লার রুটের বাস চলাচল অনেকটাই বন্ধ রয়েছে। একেবারে সীমিতসংখ্যক বাস চলছে। এদিকে সহিংসতা রোধে বরিশালে আজ মঙ্গলবার থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। (৩৩ সাতক্ষীরা) বিজিবির দুই প্লাটুন সদস্য আজ নগরে অবস্থান করতে দেখা গিয়েছে। বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, বরিশালে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।

তারা আজ মঙ্গলবারের মধ্যেই পৌঁছাচ্ছে। প্রয়োজন অনুযায়ী নগরসহ জেলার যেকোনো স্থানে তাঁরা দায়িত্ব পালন করবেন বলে জানান ডিসি শহিদুল। মঙ্গলবার দিনভর খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি-জামায়াতের অবরোধের প্রভাব বিস্তার নগরীতে প্রত্যক্ষ করা যায়নি এবং গত সোমবার রাতে বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বিভিন্ন সড়কে রাতে মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা গেছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের তথ্য-সূএ অনুযায়ী , ঢাকাসহ দূরপাল্লা রুটে বাস চলাচল একেবারেই কম। বেশ কয়েকটি পরিবহনের শ্রমিকেরা জানিয়েছেন, যাত্রী সংকটের কারণে দূরপাল্লার রুটে বাস চলছে না এবং অভ্যন্তরীণ রুটের বাস অনেক থেমে থেমে চলছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *