অপরাধমুক্ত গোপালগঞ্জ গড়তে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

গোপালগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে জেলায় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত
উক্ত সভায় প্রধান আলোচক ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম। সভায় গোপালগঞ্জ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন অপরাধ দমন, সামাজিক সমস্যা ও পুলিশি সেবা সহজিকরণ বিষয়ে আলোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহাইমিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এসময় প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, স্থানীয় দৈনিক যুগের সাথী পত্রিকার সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু, সিনিয়র সাংবাদিক এসএম হুয়ায়ুন কবির, সেলিম রেজা, নৃতিশ চন্দ্র বিশ্বাস, মিজানুর রহমান মানিক, জয়ন্ত শিরালী, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি কে এম সাইফুর রহমান, সাংবাদিক মাসুদ পারভেজ, মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অত:পর পুলিশ সুপার জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক নিরাময়, জঙ্গি দমন, কিশোর গ্যাং, সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, মানব জীবনের বিরুদ্ধে অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ সহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। এ সময় তিনি আলোচ্য অপরাধ দমনে পুলিশের গৃহিত ও গৃহিতব্য পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি এসব বিষয় যথাযথভাবে দমন ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রতিরোধমূলক পুলিশিং জোরদার করণে সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেন। সভায় অনুষ্ঠিত সাংবাদিকবৃন্দ অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক দমন, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি দেখিয়ে সুশৃঙ্খল একটি সমাজ বিনির্মানে ভূমিকা রাখতে পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করেন ও করণীয় বিষয়ে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন।

এ সময় সাংবাদিকবৃন্দ চলমান যে কোন অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে অংশগ্রহনমূলকভাবে গোপালগঞ্জ জেলা পুলিশকে সহযোগিতা করবেন মর্মে বক্তব্য রাখেন।

এমন একটি মহতি আয়োজনের জন্যে সাংবাদিকবৃন্দ গোপালগঞ্জ জেলা পুলিশ ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। গোপালগঞ্জ পুলিশ সুপার বলেন, জনগনের বৃহত্তর স্বার্থে দেশ ও সমাজের চোখ বলে পরিচিত সাংবাদিকবৃন্দ সর্বদা গঠনমূলক ভূমিকা রেখে থাকেন। এ সময় সবার সরব ও অংশগ্রহনমূলক উপস্থিতির জন্যে সাংবাদিকবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে পুলিশ সুপার উক্ত মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *