অনেক প্রতীক্ষিত গোপালগঞ্জ পৌর মহাশ্মশান এ গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
গোপালগঞ্জ জেলার হিন্দুধর্মাবলম্বীদের শব দাহ করার একমাত্র ঐতিহ্যবাহী, গোপালগঞ্জ পৌর মহাশ্মশান। গোপালগঞ্জ চাপাইল সড়ক সংলগ্ন, মানিকদাহ মৌজা, শাখা মধুমতি তীরে অবস্থিত। সরজমিনে গিয়ে জানা যায়, গোপালগঞ্জ পৌর শ্মশানে, হিন্দু কল্যাণ ট্রাস্টের অর্থায়নে একটি গোবিন্দ মন্দির বরাদ্দ হয়। এ প্রসঙ্গে শ্মশান কমিটির সভাপতি ভীশ্বদেব মৃধা বলেন, একজন কুচক্রী স্বার্থন্বেষী লোকের জন্য, পৌর মহাশ্মশানে বরাদ্দকৃত গোবিন্দ মন্দিরের, ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ পরিবর্তন হয়। এ ব্যাপারে তিনি আরো বলেন, গোপালগঞ্জ পৌর মহাশ্মশান কমিটিও গোপালগঞ্জ এর হিন্দু জনসাধারণ সহ, গোপালগঞ্জের জনপ্রিয় মেয়র কাজী লিয়াকত আলি লেকু ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আলামিনের উপস্থিতিতে, গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপন হয়। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বাবু প্রফুল্ল কুমার সাহা সহ সভাপতি কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ি গোপালগঞ্জ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষধের গোপালগঞ্জ জেলা শাখার, সভাপতি বাবু অসিত কুমার মল্লিক,ও বাবু সুখরঞ্জন বিশ্বাস, প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় কালীবাড়ি গোপালগঞ্জ। বাবু ধ্রুব লাল বসু সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কালীবাড়ি গোপালগঞ্জ। বাবু রঞ্জন কুমার বাইন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কালিবাড়ি গোপালগঞ্জ।