অনুসন্ধানে বেরিয়ে এলো দুধের দুই যমজ শিশু কে আলু খাইয়ে বাঁচিয়ে রেখেছেন তার মা ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শিংগা ইউনিয়াধিন ৯ নং ওয়ার্ডে।

গত রবিবার কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতির নেতৃত্বে একটি টিম কাশিয়ানীর আওতাধীন সিংগা ইউনিয়নে ৯ নাম্বার ওয়ার্ডে উন্নয়নের ধারা চিত্র পরিদর্শনকালে দেখা মেলে প্রতিবন্ধী পরিবারের যার জমজ দুইটি বাচ্চা নিয়ে পরিবারের করুণ দুর্দশা কথা তুলে ধরেন সভাপতি সামনে। সভাপতি তাৎক্ষণিক কিছু আর্থিক সহযোগিতা করেন। পরবর্তীতে রিপোর্টার্স ফোরাম টিম টোটাল এলাকায় অনুসন্ধান করে পান চেয়ারম্যানের অমানবিক কিছু কার্যকলাপ, সিংগা ইউনিয়নে বেশি সংখ্যক জনগণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত, উল্লেখ থাকে যে করোনাকালীন সময়েও অত্র এলাকার জনসাধারণ করোনাকালীন কোন সাহায্য সহযোগিতা পাইনি। গতকাল সোমবার বিকাল তিনটার সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিষয়টি অবগত করলে ইউএনও মহোদয় ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সহায়তা সহ কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের টিম তাদের পক্ষ থেকে পরিবারের জন্য খাবার সামগ্রী শীতবস্ত্র শিশু খাবার ও কিছু নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু দেবদুলাল বিশ্বাস অত্যন্ত পরিতাপের বিষয় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান প্রণব বাবু কে বারংবার ফোন দেয়া শর্তেও এই অসহায় পরিবারকে একবারের জন্য দেখতে আসেনি পরবর্তীতে বাবু দেবদুলাল বিশ্বাস উনিও অনেকবার প্রণব বাবুকে ফোনে অনুরোধ করেন ঘটনাস্থলে আসার জন্য উনি আসতে নারাজ, বলেন এগুলো দেখার জন্য স্থানীয় মেম্বার রয়েছে এটা আমার কাজ নয়। মেম্বার কে ডাকলে ও মেম্বারও ঘটনাস্থলে আসেন না, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের অনুসন্ধান উপস্থিত পার্শ্ববর্তী চেয়ারম্যান এবং এলাকার কিছু লোকজনের সামনে কান্নারত অবস্থায় ওই প্রতিবন্ধী পরিবার একটি কথাই বারবার বলতেছে ৬০০০ টাকা দিলে পরিষদের সহযোগিতা পাইতো। এবং ৮০০০ টাকার বিনিময় উক্ত ওয়ার্ডে এই পরিষদের সুবিধা ভোগ করছে এমন প্রমাণ মিলেছে। এমন একটা ঘটনা তুলে ধরা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্রনাথ রায় কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম বঙ্গ টিভি এবং চ্যানেল এস কে ধন্যবাদ জানান এবং উক্ত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image