অনুষ্ঠিত হলো টুংগীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা


আজ ২৮শে অক্টোবর টুংগীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বিদায় সংবর্ধনা উপলক্ষে আজ সন্ধ্যায় আজ টুঙ্গিপাড়া উপজেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এফ এম নাসিম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস সহ রাজনৈতিক ও সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় অনুষ্ঠানের সভাপতি এক বিবৃতিতে বলেন,নাকিব হাসান তরফদার দীর্ঘদিন টুংগীপাড়া বাসির সেবা করে আসছে ৷ তাঁর বিদায়ের কথা শুনে মনটা যেন দুঃখের সাগরে ভেসে গেল৷ আসলে প্রিয় কোন কিছুকে বিদায় দিতে চায় না মন, কিন্তু মানুষের জীবন তো নদীর মতো বহমান, চিরদিন এক স্থানে থেমে থাকে না৷
যা হোক, নাকিব হাসান তরফদার আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন তার অসাধারণ দক্ষতা, সততা, কর্মক্ষমতা ও নান্দনিক ব্যবহারের মাধ্যমে। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় নিবার্হী কর্মকর্তা নাকিব হাসান তরফদার কে পুষ্পগুচ্ছ ও ক্রেস্ট সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।