অনুদানের টাকা পেতে কলেজে ছাত্র-ছাত্রীদের ভিড়।

ভিড়

 গোপালগঞ্জ। গত ০৫/০৩/২১ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর প্রকাশিত হয় যে, বাংলাদেশের স্টুডেন্টদের সরকার এককালীন সর্বনিম্ন ৯ হাজার – সর্বোচ্চ ১০ হাজার টাকা করে দিবে।সেখানে উল্লেখ করা ছিল , টাকা পাওয়ার জন্য রেজস্ট্রেশন করতে যা যা লাগবে

যেসব কাগপত্রগুলো লাগবে টা হলো – (১)জন্মনিসনদের কপি। (২)মার্কশিট (এসএসসি) (৩)মা বাবার ভোটার আইডি কার্ড এর কপি। (৪)কলেজের প্রত্যয়ন পত্র। তাই৬-৭ই মার্চ শনিবার পর্যন্ত সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রত্যয়ন পত্র নেওয়ার জন্য ভিড় করে শিক্ষার্থীরা। তো এতগুলো টাকা কে না পেতে চায়??সবাই এই আকাঙ্ক্ষায় কলেজ এ প্রত্যয়ন পত্র সংগ্রহ করার জন্য ভিড় করে ।

বাইরে ভিড় করারও একটা লিমিট থাকে।তবে এই ভিড় যে কতটা যে না দেখবে সে বুঝতে পারবে না।যে যেভাবে পারছে সে ভাবে প্রত্যয়ন পত্র নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তবে এই টাকাটা একমাত্র তারাই পাবে যারা প্রতিবন্ধী।শুধু তাই নয়।দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিরাই এটা পাবে।সবাই তো শুধু নোটিশ এ এটাই পড়ছে যে ১০হাজার টাকা।কিন্তু কিসের জন্য? কাদের জন্য?সেটা কেউ পড়ে নাই। তাহলে এটাতে কি প্রমাণিত হয়??যারা যারা রেজিঃ করছে তারা সবাই পাবে



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *