অতি দরিদ্র থাকার পর ও সরকারি কোন ত্রাণ পায়নি এক অসহায় বিধবা মহিলা

শাওন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের ৭নং ওয়াডের চক নাককাটি গ্রামের মৃত ছাত্তার আলির স্ত্রী মোছাঃ সিবা বেগম। দুই বছর আগে স্বামী মারা যাওয়ায় দুটি সন্তান কে নিয়ে অসহায় হয়ে পড়ে। এমন অবস্থায় পাশে দাড়ানোর মত কেই ছিল না । সিবা বেগম বাচ্চাদের খাওনো এবং লেখাপড়ার খরচ যোগানোর জন্য একটি রাইস মিলে কাজ করতেন কিন্তু করোনার জন্য কাজ বন্ধ হয়ে যায় এখন সিবা বেগমের ঘরে খাবার না থাকায় ছুটে যায় ইউপি সদস্য আজিজুল হক এর কাছে কিন্ত কোনো সাহায্য করে নাই। তার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে সিবা বেগম নিজের দারিদ্রতার কথা তুলে ধরে কিন্তু চেয়ারম্যান ও কোন সাহায্য করে নাই এখন সিবা বেগম বিভ্রান্তের মধ্যে পড়েছে কার কাছে গিয়ে নিজের দারিদ্রতার কথা তুলে ধরবে বিধবা হয়েও বিধবা ভাতার কার্ড পায়নি । পায়নি কোনো সরকারি ত্রাণ ও সাহায্য ।  সিবা বেগম বলেন আমি অসহায় বিধবা মহিলা আমার ভাগ্যে কি সরকারি ত্রাণ নেই ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *