অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেতে বাধা নেই ডিআইজি মিজানের

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া মোল্লা (মজিবুর) এর বড় ছেলে ডিআইজি মিজান।

দীর্ঘদিন বিভিন্ন জটিলতায় তার পদোন্নতি আটকে থাকলেও এখন আর ডিআইজি মিজানের পদোন্নতিতে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

গত ২৬ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দিয়েছেন ডিআইজি মিজানের পক্ষে। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেতে আর কোন বাধা নেই ডিআইজি মিজানের‌। এতথ্য নিশ্চিত করেছেন ডিআইজি মিজান।

রায়ের সার্টিফিকেট কপি গত ১ সেপ্টেম্বর রেসপনডেন্ট গ্রহণ করেন বলেও জানিয়েছেন ডিআইজি মিজান।
এদিকে ডিআইজি মিজানের পদোন্নতিতে আর কোন বাধা না থাকলো না এমন খবর এলাকায় মধ্যে ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *