গত ২নভেম্বর(বুধবার) ২০২২ তারিখ সন্ধা ৬টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন মহেশপুর ইউনিয়নের(গেড়াখোলা) পঞ্চবাটি এতিমখানা মাদ্রাসার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর অজ্ঞাত নামা মাইক্রোবাসের আঘাতে কবির শেখ (৬৫) ঘটনাস্থলে নিহত হয়, তার পিতাঃ মৃত ফটিক শেখ, জন্মস্থান মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুরফি গ্রামে। তিনি কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের পদ্মবিলা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।তিনি তার জন্মস্থান মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুরফি গ্রামে এসেছিলেন সেখান থেকে বাসস্থানে পায়ে হেটে ফেরার পথে কাশিয়ানী উপজেলার (গেড়াখোলা) পঞ্চবাটি নামক স্থানে অজ্ঞাত মাইক্রোবাসে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনাস্থলে মুকসুদপুর থানা পুলিশ, কাশিয়ানী থানা পুলিশ, সহ ভাংগা থানার একটি টিম ঘটনাস্থানে আসেন, নিহত কবির শেখের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেন।