৭ মাসের গর্ভবতী মহিলাকে বেধড়ক পিটিয়ে আহত

কাশিয়ানী রাতুল ইউনিয়নে চরভাটপাড়া গ্রামের ভ্যন চালক রাজিব ও তার ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন একই এলাকার রাজু শেখ, ইয়াসিন শেখ, তোতা মুন্সি,। ভ্যানচালক রাজীবের অভিযোগ প্রতিনিয়ত তারা নেসা করবে সেই টাকার জন্য আমাকে চাপ দিত আমি অনেক সময় টাকা দিতাম না দিলে অনেক হুমকি দিতো। গতকাল শনিবার সন্ধায় টাকা চাওয়ায় আমি দিতে অস্বীকার করি এবং বাড়িতে চলে যায় সন্ধ্যার দিকে তারা আমার বাড়িতে এসে আমাকে এবং আমার গর্ভবতী স্ত্রী রেখাকে মারপিট করে আমার মাথা ফেটে যায় এবং আমার স্ত্রী পেটে আঘাত করে। ডাক্তারের পরামর্শে তাকে আলতাস্নো করা হয়েছে কিন্তু এখনও রেজাল্ট পাওয়া যায়নি বর্তমানে স্বামী-স্ত্রী দুজনই কাশিয়ানী সদর হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *