৭-এপিবিএন এর অভিযানে ৮৪ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার

 সিলেটের মৌলভীবাজার সদর মডেল থানাধীন ০৯ নং আমতৈল ইউনিয়ন এর জগৎসী গ্রামস্থ মৃত আলাউদ্দিন এর বাড়িতে শনিবার (২৫ নভেম্বর) অভিযান পরিচালনা করে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান,সিলেট। ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান,সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি,জনাব খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় শনিবার (২৫ নভেম্বর) বেলা ১২:৩০ ঘটিকার সময় সহকারী পুলিশ সুপার,জনাব মোঃ আছাবুর রহমান এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব,মুহাম্মদ জাহাঙ্গীর আলম নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পলাতক বিবাদী শামীম বক্স (৩৫),এর বসত ঘর হতে ৮৪,০০০ হাজার শলাকা ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে পলাতক শামীম বক্স এর পিতাঃ নুর বক্স,সাং-ফুলতৈল,থানা ও জেলা মৌলভীবাজার বলে জানা যায়। এস আই (নিঃ) আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে পলাতক শামীম বক্স এর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *