বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭নং সন্তোষপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি জনাব , রসুল মাঝির সভাপতিত্তে অনুষ্ঠান শুরু হয় আর সভা পরিচালনা করে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু, হরেনন্দ্ৰনাথ শিকদার ৷ এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ২ নং:সহসভাপতি, পলাশ কুমার রায় ও ৩নং: সহসভাপতি: মোঃ আউব আলী শেখ৷ সংগঠনিক সম্পাদক: মোঃ শহীদুল্লাহ শেখ৷ আইন বিষয়ক সম্পাদ্ক: গাজী সালাহউদ্দিন (রতন)৷ দপ্তর সম্পাদক: নিত্যানন্দ্য মন্ডল এদের নাম ইউনিয়ন কমিটিতে ঘোষনা করে৷ এ সময় খাসেরহাট বাজারের আওয়ামীলীগ অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এসময় কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালে তার পরিবারের নিহত সকলের জন্য রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক এর আয়োজন করা হয়। বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবিতে মাল্যদান করেন সংগঠনের নেতৃবৃন্দ৷এসময় সকল সদস্যের প্ৰতি অহিংসা ও ব্যক্তি বিরোধের সার্থ ভুলে দেশ ও জনগনের সার্থে করার জন্য আহব্বান জানান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু, হরেন্দ্রনাথ সিকদার।