মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ -নতুন শনাক্ত রোগীর সংখ্যাঃ৪৮ জন (সদর-১১,টুংগিপাড়া-৫,কোটালীপাড়া-১৪,কাশিয়ানী-৯ মুকসুদপুর-৯) -অদ্যাবধি শনাক্ত রোগীর সংখ্যাঃ১৭৯৩জন -কোভিড-১৯ হতে সুস্থ হয়েছেনঃ১৩৪৭ জন(নতুন-৪৩ জন;সদর-১৬,টুংগিপাড়া-১৩,কোটালীপাড়া-৫,কাশিয়া- নী-৫, মুকসুদপুর-৪) -বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যাঃ৪১৬ জন -কোভিড-১৯ এ অদ্যাবধি মৃতবরণকারীঃ২৯ জন। (সদর-১২,টুংগিপাড়া-৪,কোটালীপাড়া-১,কাশিয়ানী-৬, মুকসুদপুর-৬)*আত্মহত্যা-১ জন,মুকসুদপুর। -অদ্যাবধি পাঠানো নমুনার সংখ্যাঃ৭৮৬৪ -উপজেলা ভিত্তিক শনাক্ত রোগীর সংখ্যাঃ- = >সদর উপজেলাঃ৬৩১ জন(সুস্থ ৪২৪ জনসহ) =>টুংগিপাড়া উপজেলাঃ২৭৩ জন(সুস্থ ২২৫ জন সহ) =>কোটালীপাড়া উপজেলাঃ২৯৮ জন(সুস্থ ২১৬ জনসহ) =>কাশিয়ানী উপজেলাঃ ২৯৯ জন (সুস্থ ২৪২ জনসহ) =>মুকসুদপুর উপজেলাঃ২৯২ জন(সুস্থ ২৪০ জনসহ) বিঃদ্রঃ ডাক্তার,নার্সসহ অদ্যাবধি আক্রান্ত স্বাস্থ্যকর্মীঃ ১৫১ জন। নোটিশঃ শুধুমাত্র সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মানার মাধ্যমেই সংক্রমণ প্রতিরোধ সম্ভব।ধন্যবাদ।